তামিম-মুমিনুলের শত রানের জুটি
জাফর আনসারির বলে এক রান নিয়ে বাংলাদেশের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান মুমিনুল হক। ১৩৬ বলে আসে দলের শতক। সেই ওভারেই তামিম ইকবালের এক রানে দ্বিতীয় উইকেট জুটি স্পর্শ করে শতরান। ৮৫ মিনিটে ১২৩ বলে এই জুটি গড়েন দুই বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজে এটাই বাংলাদেশের প্রথম শতরানের জুটি।
তামিমের দ্রুত অর্ধশতক
২০ বলে প্রথম রানের দেখা পাওয়া ইকবাল অর্ধশতকে যেতে খেলেন ৬০ বল। প্রথম ঘণ্টার পরপরই নিজের ২০তম অর্ধশতকে পৌঁছতে এই বাঁহাতি ব্যাটসম্যান হাঁকান ৭টি চার।আনসারির প্রথম ওভারে ১৩ রান
টেস্ট ক্রিকেটে জাফর আনসারির প্রথম ওভার থেকে ১৩ রান নেন তামিম ইকবাল ও মুমিনুল হক। চতুর্দশ ওভার প্রান্ত বদল করেন মইন আলি। দুই প্রান্তেই স্পিনার আনেন অ্যালেস্টার কুক।
তামিম-মুমিনুলের ৫০ রানের জুটি
তৃতীয় ওভারেই ইমরুল কায়েসকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটে। ক্রিস ওকসের ওভারে তিন
Comments
Post a Comment